“নিরাপদ মাছে ভরবো দেশ “মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় ২০১১-২০২১ অর্থ বছরে বাস্তবায়িত আরডি প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মৎস্যজাত উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে এসব উপকরণ বিতরণ করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা আহসান হাবীব।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আরডি প্রদর্শনীর আওতায় উপজেলার ৩ জন মৎস্য চাষীককে ১০ বস্তা করে মৎস ফিড বিনামূল্যে প্রদান করা হয়।