মুজিবনগর উপজেলায় মোট ৪ টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। আজ বৃহস্পতিবার (১১নভেম্বর) ভোট গ্রহন শুরু হয় সকল ৮ টায়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
বৃহস্প্রতিবার সকাল থেকেই ধিরে ধিরে ভোটারদের লাইন বারতে চলেছে। তবে সকালের দিকে পুরুষ ভোটারদের তুলনায় মেয়ে ভোটারদের চাপ একটু বেশি।
এদিকে সুষ্ঠভাবে ভোট শেষ করতে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে।
মুজিবনগর উপজেলায় চেয়াম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ২০ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ১ শ ১৪৩ জন, সংরক্ষিত সদস্য(নারী) পদে ৪২ জন।
মুজিবনগর উপজেলার মোট ৪০টি ভোট কেন্দ্রে বুথ করা হেেয়ছে ২৪০ টি। চারটি ইউনিয়নে পুরুষ ৩৯ হাজার ৯১৩জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০ হাজার ৫৪২জন।
৪ টি ইউনিয়নের মধ্যে বাগোয়ান ইউনিয়নে এই প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।