মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ৫ জনের একটি প্রতিনিধি দল। এসময় সেখানে ইমিগ্রেশন চেকপোস্টের সম্ভাব্যতা যাচাই করেন প্রতিনিধি দলটি।
রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয় (সুরক্ষা ও ইমিগ্রেশন) অতিরিক্ত সচিব ও দলনেতা আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে প্রোগ্রামের সমন্বয়কারী (ইমিগ্রেশন-৫)স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সম্পাদক এএসএম জাকির হুসাইন, যুগ্ম সম্পাদক ও পরিচালক (ট্র্যাফিক) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোস্তফা কামাল মজুমদার,(দক্ষিণ এশিয়া) পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব দীন মুহাম্মদ ইমাদুল হক,জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয় সচিব আক্তার হোসেন ও (দক্ষিণ এশিয়া -১) পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব ইফতেখার আহমেদ স্বাধীনতা সড়কটি পরিদর্শন করেন এবং চেকপোস্টের সম্ভাব্যতা যাচাই করেন।
পরিদর্শন কালে মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম তাদের সঙ্গে ছিলেন।
এর আগে তারা মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।পুষ্পমাল্য অর্পনকালে ্য অর্পন শেষে তিনারা মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন।