মুজিবনগরে এসএস কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৬ মাস ব্যাপী প্রথম কোর্স শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল দশটার দিকে বাগোয়ান পাঠানপাড়ায় চৌরাস্তার মোড়ে অবস্থিত ট্রেনিং সেন্টারে সনদ বিতরন অনুষ্ঠানে মোট ২৭ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ সকল সনদ বিতরন করা হয়।
এসএস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ছাবিরিন রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগোয়ান মাধমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন,সহকারী শিক্ষক কামরুজ্জামান রুবেল,আনন্দবাস মিয়া মিনসুর এমএম একাডেমির সহকারি শিক্ষক শফিকুল আলম,বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম ঝুটিকা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সনচালনায় ছিলেন তানজিনুল হক শান্ত।
– মুজিবনগর অফিস