মুজিবনগর উপজেলায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের বিশেষ বিধিনিষেধ কার্যকর করতে কঠোর অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধায় মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন যারা সরকারী নির্দেশনা মানছে না তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, মুজিবনগর উপজেলায় প্রশাসনের দৃঢ় অবস্থানের কারণে বিকাল ছয়টার পর পুরো উপজেলায় দোকানপাট মোটামুটি বন্ধ থাকতে দেখা গেছে।
তবুও যারা সরকারি সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট চলাকালিন সময়ে সন্ধার পর দোকান খোলার অপরাধে ৩ জনকে ৩ টি মামলায় ২৩০০ টাকা জরিমানা করা হয়। সার্বিক সহায়তা প্রদান করে এস আই প্রসেনজিত ও মুজিবনগর থানা পুলিশ।করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।