মেহেরপুরের মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামে কীটনাশকের বিষক্রিয়ায় কবির উদ্দীন (৫০) নামের এক কুষক অসুস্থ্য হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। কৃষক কবির উদ্দীন মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের হারেজ উদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় মাঠের ধানের জমিতে দানা জাতীয় বিষ ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন তিনি।
খবির উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ধানক্ষেতের ক্ষতিকর পোকা দমেনের জন্য কীটনাশক স্প্রে করতে যান তিনি।
বিষ ছিটানো শেষে মাটি ও পানি দিয়েই হাত পরিস্কার করে দুপুরের খাওয়া দাওয়া করেন। কিছুক্ষণ পরেই বিষক্রিয়ায় অসুস্থ্য বোধ করলে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর ও পরে সেখান থেকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোখলেছুর রহমান জানান, বর্তমানে তার অবস্থা শংকামুক্ত। ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।