মেহেরপুরের মুজিবনগরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় আগামী বোরো মৌসুমের জন্য কৃষকদের মাঝে উচ্চফলনশীল জাতের ধান বীজ ও সার বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খাঁন বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, আগামী বোরো মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় পর্যায় ক্রমে উপজেলার ৩৮০ জন কৃষকের মাঝে ৩৮০ বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল ব্রী ধান -৮১,৮৪,৮৯ ও বিনা-১০ ধান বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। গত বোরো মৌসুমে উপজেলার ৩১৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয় এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮৯০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়। এবারের বোরো মৌসুমে উপজেলার ৩৩৩০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই জমি থেকে ১৯৯৮০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত বোরো মৌসুমের তুলনায় এবারের বোরো মৌসুমে ১৮০ হেক্টর বেশি জমিতে ধান চাষ করা হবে এবং ১০৮০ মেট্রিক টন বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছে উপজেলা কৃষি অফিস।