‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের আওতায়, গাভীকে রসালো ঘাস খাওয়ানোর জন্য খামারীদের মাঝে অনুদান সহায়তা প্রদান করেছে ওয়েভ ফাউন্ডেশন মুজিবনগর।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ইফাদ ড্যানিডা এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশন এর বাস্তবায়নে,মুজিবনগর অফিস হল রুমে সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলার ১৭ জন খামারির মাঝে ৫ হাজার টাকা করে গাভীকে রসালো ঘাস খাওয়ানোর জন্য অনুদান প্রদান করা হয়।
ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আব্দুল বারী উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন। এ সময় খামারিদের মাঝে গাভী পালন এবং গাভীকে রসালো ঘাস খাওয়ানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ সাজেদুল হক।
সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আশরাফুল হক এর সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়েব ফাউন্ডেশন মুজিবনগর অফিস ষ্টাফ আরোজ আলী আব্বাস আলী আজিজুল হক সালাম ও রহমান সহ উপজেলার খামারিবৃন্দ