মুজিবনগর গাঁজা রাখার অপরাধে নাসির উদ্দীন (৪০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্মমান আদালত।
বৃহস্প্রতিবার সকালের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাসির উদ্দীনকে ত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
নাসির উদ্দীন মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের সামসুল সেখ এর ছেলে।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পুরন্দরপুর গ্রামের নাসির উদ্দীনের নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।