“আমার স্বাস্থ্য, আমার অধিকার”এই প্রতিপাদ্যে মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিশ্ব স্বাস্হ্য দিবসের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস প্রাঙ্গণে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে একটি বর্ণনাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিডিপি অফিস চত্বরে এসে শেষ হয়। এবং স্বাস্থ্য দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গুডনেইবারর্স মেহেরপুর সিডিপির ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আরিফুজ্জামান।
সিডিপি এর ভলেন্টিয়ার লিডার সজীব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি অফিসার (স্বাস্থ্য) আহসানুল হক, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলপনা সরকার, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি এর ক-অপারেটিভ সাপোর্ট অফিসার মেহেদী হাসান।
তারপরে বিশ্ব স্বাস্থ্য দিবসে উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী বৃন্দ।
বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় স্কুলে শিক্ষার্থী এবং বাগোয়ান ইউনিয়নের কমিউনিটির সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।