মুজিবনগরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন পোগ্রাম শীর্ষীক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মানব উন্নয়ন কেন্দ্র(মউক) এর আয়োজনে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।
আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির জেলা পোগ্রাম ম্যানেজার সাদ আহম্মেদ এর সনচালনায় বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক কবির আহম্মদ মোল্যা,মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বিষয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মউক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন,বিদ্যালয়ের শিক্ষকগন,সাংবাদিকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।