মুজিবনগরে বেসরকারি এনজিও সংস্থা আশার শাখা ম্যানেজারের ভাড়া বাসা থেকে টাকা চুরি হওয়ার ৬ ঘন্টার মধ্যে ৩ আসামীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
শুক্রবার রাত ১০ টার দিকে মেহেরপুরের অতিরিক্তা পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এস আই উত্তম কুমার, এসআই সাহেব আলী, এসআই এসআই আশিক অংশ নেন। অভিযানে আসামী ৩ জনের বাড়ি থেকে নগদ ৫ লাখ৬৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
আসামীরা হলেন, মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাম্মু (১৮), একই গ্রামের মৃত আনারুলের মারুফ(২১) ও হিসাব আলীর ছেলে রুবেল (২০)।
জানা গেছে, আশা এনজিও মুজিবনগর শাখা ব্যবস্থাপক আক্তারুজ্জামান মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শাহিনের বাড়িতে ভাড়ায় বসবাস করেন। শুক্রবার বিকালে ৪টার দিকে ৩ যুবক মোটরসাইকেল যোগে তার ভাড়া বাড়িতে গিয়ে তার ছেলে সালমান সাদিকের হাতে এবং গলায় ছুড়ি দিয়ে আঘাত করে ঘরের টেবিল, চেয়ারের সাথে গামছা দিয়ে হাত, পা এবং মুখ বেধে রাখে। পরে শোয়ার ঘরের আলমারিতে রাখা নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই ব্যবস্থাপক জানতে পেরে মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মুজিবনগর থানা সেকেন্ড অফিসার এসআই উত্তম কুমার জানান, ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করে ন্যূনতম সময়ের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন (সার্কেল) স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের তিন জনের বাড়ি থেকে নগদ ৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং চুরি কাজে ব্যাবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।