পৌষের শেষে এবং মাঘ মাসের শুরুতে মুজিবনগরে বেড়েছে শীতের তীব্রতা। চলছে শত্য প্রবাহ বিপর্যস্ত জনজীবন। কষ্টে দিনপার করছে খেটে খাওয়া নিম্নবিত্তরা। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করে কিছুটা উষ্ণতা প্রদানের উদ্যোগ নিয়েছে মেহেরপুর ১ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিতরণ করছেন শীত বস্ত্র।
তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে ইয়াং বাংলা ফিউচার লিডার্স, মুজিবনগর উপজেলা শাখার আয়োজনে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এর নিজস্ব উদ্যোগে মুজিবনগর আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গণে ইয়াং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগর উপজেলার সদস্যদের মাধ্যমে প্রায় ৪ শতাধিক দুস্থ অসহায় শীতার্থদের হাতে শীত নিবারণের শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মিনী কেন্দ্রীয় যুবমহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসব কম্বল উপজেলার ইয়াং বাংলা ফিউচার লিডারের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় শীতার্থদের মাঝে বিতরণ করবেন।
শীত বস্ত্র বিতরণ উপলক্ষে মুজিবনগর আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইয়ং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগর উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামান লালটু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহধর্মিনী কেন্দ্রীয় যুবমহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম। ইয়ং বাংলা ফিউচার লিডার মুজিবনগর উপজেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ।
এ সময় ইয়াং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগর উপজেলার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।