মুজিবনগরে জাগরণী সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

মুজিব শতবর্ষ উপলক্ষে মুজিবনগর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত বঙ্গবন্ধু কর্তৃক প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ১৪ থেকে ২১ ডিসেম্বর ২০২১ সপ্তাহ ব্যাপি জাগরণী সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জাগরণী সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

প্রস্তুতিমূলক সভায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গ্রাম কমিটির সভাপতি, দলনেতা/দলনেত্রী, সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।