“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বর থেকে একটি র্যালী বের করা হয় র্যালীটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়ে, অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর ম্যানাজার বিভোব দেওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।
আলোচনা সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন,বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক, বল্লভপুর মিশন মাধ্যমিক লুক হরেন্দ্র বিশ্বাস, গুডনেইবারর্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: শুভকুমার,এডমিন অফিসার অশোক মালাকার, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ দিবসটি উদযাপনের উদ্দেশ্য ও দিবসের তাৎপর্য, বর্তমান প্রেক্ষাপটে কন্যা শিশুদের অবস্থান অধিকার, বয়:সন্ধিকালে কন্যা শিশুদের শারিরীক ও মানসিক যত্ন, কন্যা শিশুদের স্বপ্ন পূরণে শিক্ষার গুরত্ব,কন্যা শিশুদের সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ, সামাজিকভাবে শিশু শ্রম প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরিশেষে দিবস সংক্রান্ত ২ জন অংশগ্রহণকারীর মতামত প্রকাশ এবং পরিশেষে আলোচনার উপর কুইজ ও কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। জাতীয় কন্যা শিশু দিবস পালন অনুষ্ঠানে এলাকার শিশু কিশোর ও মায়েরা অংশগ্রহন করে।