মুজিবনগরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব এর নেতৃত্বে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ।
এ সময় উপজেলার সকল কর্মকর্তা, এনজিও কর্মিরা অংশ নেয়।
পরে উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনয়াতনে জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন ।
অনুষ্ঠান শুরুতেই প্রতিবন্ধী দিবসের সকল বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।
-মুজিবনগর অফিস
অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধী ভাতার বই, প্রতিবন্ধীদের সূবর্ণ নাগরিক পরিচয় পত্র বিতরণ এবং সু-শান্তা স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে ব্যাগসহ শিক্ষা উপকরন বিতরন করা হয়।