“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বীমা দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টা সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি সড়ক পরিদর্শন শেষে একই জায়গায় শেষ হয়ে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সামসুজ্জোহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।