“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এ শ্লোগানে মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সমাজসেবা অফিসের আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে র্যালীটি শহরের মেন মেন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু,পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রমুখ উক্ত র্যালীতে অংশ নেন।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের উপস্থাপনায় পরিষদ মিলনয়াতনে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
-মুজিবনগর অফিস