“শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” এ শ্লোগানে মুজিবনগরে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যেমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)বাস্তবায়নের লক্ষে মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে মুজিবনগর কমপ্লেক্স শেখ হাসিনা মঞ্চে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য প্রযুক্তির বিভিন্ন সুবিধার বিষয় উপস্থিত সকলের সামনে বক্তব্য তুলে ধরেন জেলা প্রশাসক আতাউল গনি।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারমান আয়ূব হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই উঠান বৈঠক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। অনুষ্ঠানে তথ্য আপা কার্যক্রম সংক্লান্ত সকল বিষয় প্রযেক্টরের মাধ্যেমে তুলে ধরা হয়।