মুজিবনগরে গ্রাম ভিত্তিক অস্ত্র বিহিন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির দশ দিন ব্যাপী প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে।বৃহস্প্রতিবার দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সকল সনদ বিতরন করা হয়।
মেহেরপুর জেলা আনসার ভিডিপি কমান্ডান্ট অফিসার রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরন করেন। এ সময় মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ফেরদ্রোসী আরা, ইউনিয়ন দলনেতা আবুল কাশেম, ইউনিয়ন দলনেত্রী তানিয়া খাতুন(তহুরা) প্রমুখ উপস্থিত ছিলেন।
১০ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে বাগোয়ান ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের মোট ৬৪ জন পুরুষ- মহিলা প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
প্রশিক্ষনের দশ দিনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেমসহ উপজেলা বিভিন্ন অফিসার বৃন্দ প্রশিক্ষক হিসাবে সকল সদস্যদের প্রশিক্ষন গ্রহন করান।