মেহেরপুরের মুজিবনগর সড়কে মাটি ফেলে রাস্তা অপরিষ্কার করায় মাটি বাহি দুইটি ট্রাক্টর চালিত ট্রলি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় থেকে মাটি ক্রয় করে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে রাস্তা অপিরষ্কার হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিনিয়ত পিছলি খেয়ে ঘটছে দুর্ঘটনা।
আর এ দুর্ঘটনা এড়াতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন সড়কে অভিযান চালায়। এমন সময় রাস্তায় মাটি নিয়ে যাওয়া অবস্থায় দুইটি ট্রলি আটক করে। তারপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে সাইদুল ইসলাম ও মানিকনগর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আব্দুল মান্নান মালার কাছে থেকে ১হাজার করে মোট ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং পরবর্তিতে যেন এরকম ভাবে রাস্তায় মাটি ফেলে অপরিষ্কার না হয় সে বিষয়ে তাদের সাবধান করে দেওয়া হয়।
মেপ্র/ইএম