মেয়াদ বিহীন দই ও মিষ্টি দীর্ঘদিন যাবৎ ফ্রীজে রেখে বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান অভিযান।
আজ বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা শাখার কর্মকর্তা সজল আহমেদ।
মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারের মেসার্স ইমরান ফুডস নামের প্রতিষ্ঠানে অনেক দিন আগের দই মিষ্টি ফ্রীজে রেখে বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ও ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স আল মদিনা স্টোরকে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সহযোগীতায় ছিলেন, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ও স্যানেটারী ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।