মুজিবনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় মুজিবনগর থানার সকল পর্যায়ের পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৃহস্প্রতিবার সকাল সাড়ে এগারোটার দিকে মুজিবনগর থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ব্রিফিং এ নেতৃত্ব দেন। এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, পুলিশ পরিদর্শক( তদন্ত) আমিরুল ইসলাম। দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনী সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও করণীয় বিষয়ে ব্রিফ করা হয়। মুজিবনগরে মোট ৬ টি স্থানে পূজামন্ডবের আয়োজন করা হয়েছে।