নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে মানববন্ধন, আলোচনা সভা, জয়িতা’দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় মুজিবনগর উপজেলার সামনে প্রধান সড়কে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে নারী নির্যাতন প্রতিরোধে সমাজকে একতাবদ্ধ করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে, আলোচনা সভা, জয়িতাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা তথ্য আপা তানিয়া খন্দকার এর সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,
উপজেলার দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন।
আলোচনা অনুষ্ঠান শেষে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা পরিষদ, মুজিবনগর এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায়,
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মুজিবনগর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ জয়িতা’দের সংবর্ধনা প্রদান করা হয়।জয়িতারা হলেন,
শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জণকারী নারী ক্যাটাগরীতে মুজিবনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের আরজিনা খাতুন।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেঅমে জীবন শুরু করা, শ্রেষ্ঠ জয়িতা নারী মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৌসুমি আক্তার শ্যামলী।
সফল জননী নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা উপজেলার মোনাখালি ইউনিয়নের রামনগর গ্রামের মর্জিনা খাতুন।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামের রুমা মন্ডল।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা
উপজেলার মহাজনপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের
আল্পনা খাতুন।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতা’দের ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে উপকারভোগী মহিলারা উপস্থিত ছিলেন।