“শেখ রাসেল, নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” ১৮ অক্টোবর মঙ্গলবার মুজিবনগর উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে,উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস এর নেতৃত্বে, একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে পরিষদ চত্তরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেস বিশ্বাস, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী গন সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসে সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জীবনের উপরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে অনুষ্ঠান মালা ছিলো মুজিবনগর উপজেলা পরিষদ চত্তরে স্হাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,শোভাযাত্রা,শেখ রাসেলের জীবনের ওপরে আলোচনা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কেক কাটাসহ দিনভর নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হচ্ছে।