“সবাই মিলে প্লাস্টিক দূষণ রোধ করি
বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি” এই প্রতিপাদ্যে মুজিবনগরে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন বাজারজাতকরণ ও ব্যবহার আইনত নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সারা দেশব্যাপী গত ১লা নভেম্বর থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে জনসাধারণকে সতর্ক এবং নীরুৎসাহিত করতে প্রচারণা চালিয়েছে মুজিবনগর উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর খান, উপজেলার কেদারগঞ্জ বাজারে এই প্রচারণা চালান। এ সময় নিষিদ্ধ পলিথিন /পলিপ্রপাইলিন বাজারজাতকরণ ও ব্যবহারের জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনসাধারণের উদ্দেশ্যে বলেন পহেলা নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে সারাদেশে অভিযান শুরু হয়েছে তবে আমরা প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে সতর্ক করছি যাতে নিষিদ্ধ পলিথিন / পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার থেকে আপনারা বিরত থাকেন কারণ পলিথিন পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে আমরা আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই তাই আসুন আমরা নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করি এবং এর বিকল্প ব্যবহার করি।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাক মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ও ওমর ফারুক প্রিন্স সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান। নিষিদ্ধ পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে জনসাধারণকে মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে সেটি তুলে ধরা হলো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পর্কিত নির্দেশনা দেওয়া হয়।
প্লাস্টিকের ব্যাপক ব্যবহারজনিত সৃষ্ট দূষণ বিশেষতঃ সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী হতে সৃষ্ট দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিরাজ করছে। এ প্রেক্ষাপটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং অধস্তন দপ্তর/সংস্থা সমূহকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (SUP) এর ব্যবহারে নিরুৎসাহিত করা। এ ধারাবাহিকতায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্রমান্বয়ে বন্ধ করার (Phase out) লক্ষ্যে কঠিন বর্জ্য বিধিমালা ২০২১’ এর বিধি-৯ এর আলোকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর তালিকা প্রজ্ঞাপন আকারে ২৮/০৮/২০২৪ খিঃ তারিখ সরকার কর্তৃক জারি করা হয়েছে।
বিদ্যমান প্রেক্ষাপটে সকল দপ্তর/সংস্থায় তালিকাভূক্ত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর পরিবর্তে নিম্ন-লিখিত বিকল্পের প্রস্তাবনা করেছে যা আপনার মাধ্যমে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং অধস্তন দপ্তর/সংস্থা সমূহকে অবহিত করা আবশ্যক:
প্লাস্টিকের ফাইল বা ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশ বান্ধব অন্যান্য সামগ্রীর ফাইল ও ফোল্ডার ব্যবহার করা।
প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কটন/জুট ফেব্রিক্সের ব্যাগ ব্যবহার করা। প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচের বোতল বা কাঁচের গ্লাস ব্যবহার করা। প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক্স, জুট ফেব্রিক্স বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরী ব্যানার ব্যবহার করা।দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচার পত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করা। বিভিন্ন সভা/সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের হয়/পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করা। একবার ব্যবহার্য্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, স্ট্র, কাটলারিসহ সকল ধরনের পণ্য পরিহার করা।প্লাস্টিকের কলমের পরিবর্তে পেন্সিল/কাগজের কলম ব্যবহার করা।
বার্ষিক প্রতিবেদন সহ সকল ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা। ফুলের তোড়া (Flower Bouquet) -তে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।