মুজিবনগরে চুরি কৃত পাখি ভ্যান সহ এক ভ্যান চোরকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
ভ্যান চালক এবং পুলিশ সুত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্যান চালক উপজেলার ভবেরপাড়া গ্রামের বদর শেখ এর ছেলে লালটু শেখ মেহেরপুর থেকে বাড়ি আসার পথে মোনাখালী উত্তরপাড়া কবরস্থানের পাশে আসলে তার টয়লেটের প্রয়োজন হলে ভ্যানটি মেহেরপুর মুজিবনগর প্রধান সড়কের পাশে রেখে টয়লেট করতে যায়। টয়লেটের করার একপর্যায়ে ভ্যানচালক দেখতে পাই যে তার পাখি ভ্যানটি নিয়ে দুইজন মোলাখালী বাজারের দিকে চলে যাচ্ছে সে দ্রুত টয়লেট সেরে চোর চোর বলে চিৎকার করতে করতে ভ্যানের পিছনে দৌড় দেয় তার চিৎকার শুনে সাধারণ লোকজন মোনাখালী বাজারে ভ্যান সহ দুইজনকে আটক করে গণপিটুনি দিতে থাকে। মুজিবনগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনগনের কবল থেকে তাদের উদ্ধার করে এবং ভ্যান টি জব্দকরে ধৃত চোর কে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা প্রদান করে থানা হেফাজতে নেয়।
পুলিশের জিজ্ঞাসা বাদে ধৃত চোর তার নাম ঠিকানা প্রকাশ করে। জনগণের হাতে ধৃত চোর মেহেরপুর শহরের পোষ্ট অফিস পাড়ার জনি খাঁনের ছেলে দাতা হাতেম তাই শিশির।
পুলিশ সূত্রে আরও জানা গেছে উক্ত ঘটনার জড়িত সন্দেহে জনগন ১৭ বছরের একজন কিশোরকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়। থানায় আনার পরে জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা না পাওয়া যায়নি ধৃত চোর তাকে মুজিবননগর বেড়াতে নিয়ে যাবে বলে নিয়ে আসে পরে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রবেশন অফিসার মাহমুদুল হাসানেরর সমন্বয়ে কিশোরটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন এবং ধৃত চোর নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।