মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামে প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে সোনার হার ছিনতাইয়ের মামলা করে বিপাকে পড়েছে মা-ছেলে। মামলা তুলে নিতে ও আপোস করতে প্রতিনিয়তই হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। আতঙ্কে দিন কাটছে মা-ছেলের, বাড়ির বাইরে বের হলেও মেরে ফেলার হুমকি দিচ্ছে আসামীরা। ভয়ে বাড়ির বাইরে যেতে পারছেনা মা রহিমা খাতুন ও ছেলে সজল।
ভুক্তভোগী প্রবাস ফেরত সজল জানান, চলতি মাসের ১ তারিখ সকালে আমার মা ভৈরব নদিতে গোসল করতে যায়। এসময় আমারই চাচাতো ভাই জুলেল ও আসমান আমার মায়ের গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার হার ছিনতাই করে নেয়। এ বিষয়ে মেহেরপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করি। তারপর থেকে বিভিন্ন ভাবে আমাদের মামলা তুলে নিতে ও আপোস করতে ভয়ভীতি দেখাচ্ছে। এর আগেও জুয়েল ও তার ভাই আসমান আমার বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তারা আমার চাচাতো ভাই হলেও অত্যন্ত বাজে স্বভাবের মানুষ।
হার ছিনতাইয়ের কথা অশিকার করে আসামী জুয়েল জানান, আমাদের মধ্যে জমিজমা নিয়ে ঝামেলা। আমরা কেউই তার মায়ের হার সম্পর্কে কিছু জানিনা। আমরা আপোস করতে চেয়েছি, কিন্তু তারা রাজি হয়নি।
মুজিবনগর থানার এস আই মোমিনুর জানান, তারা একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা করেছে শুনেছি। মামলা তদন্ত আদেশ আদালত থেকে থানায় আসলে ওসি সাহেবের আদেশের উপর ভিত্তি করে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়া হবে। এর আগে তাদের নিয়ে থানায় আপোস করার কথা ছিল কিন্তু সেটা হয়নি।