“জীবনের জন্য বিজ্ঞান” “শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন” এই প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে মুজিবনগরে দুই দিন ব্যাপি প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উন্নত চুলা ও বায়োগ্যাস প্রযুক্তির সিনিয়র সায়েন্টিক্স অফিসার আজিজুল হক,বিসিএসআইআর-এর উদ্ভাবিত প্রযুক্তির প্রচার ও ইজারাকৃত পণ্যসমূহ মেলায় প্রদর্শন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমস্ট হারুন অর রশিদ,বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। অনুষ্ঠানে অতিথিরা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।