দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের মুজিবনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।
“ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২” ১৫ নভেম্বর ২০২২ হতে ১৭ নভেম্বর ২০২২ পর্যন্ত চলবে। মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান আলী বলেন ‘মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশন সম্পর্কে মানুষের ধারণা বাড়ানো এবং মানুষ যাতে সহজে সেবা নিজে নিতে পারে সেজন্য সপ্তাহ ব্যাপি তারা তাদের অগ্নি নির্বাপক যানবাহন গুলো রয়েছে সেগুলো নিয়ে উপজেলাতে বিভিন্ন স্কুল জনসমাগম স্থলে অগ্নি নির্বাপক মহড়া পরিচালনা করবেন।সাথে দ্রুত সাধারণ মানুষ যাতে যোগাযোগ করতে পারে সে জন্যে তিনি বলেন ছোট হোক বড় হোক যে কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে ২৪ ঘন্টা জরুরি সেবা পেতে ফায়ার সার্ভিস এর হটলাইনে 016163 কল করুন।
অথবা মুজিবনগর ফায়ার সার্ভিস এর নিজস্ব মোবাইল নম্বর 01734-314181 এ কল করার জন্য বলেন। মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান আলীর সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন নগর থানা অফিসার ইনচার্জ মেহেদি রাসেল।