মুজিবনগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকের তালে তালে পরিষদ চত্বর থেকে এ শোভাযাত্রা শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুজিবনগর সৃতিসৌধে গিয়ে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিরা উক্ত শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।