মেহেরপুরের মুজিবনগরে শোকের মাসে কেন্দ্রীয় যুবলীগের সদস্য জেমস স্বপন বাবুর নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এবং মুজিবনগর উপজেলা প্রশাসনের সহায়তায় বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপন করা হয়েছে।
গত রবিবার বিকেলে বল্লভপুর আনন্দবাস সড়কের তালসারি নামক স্থানে এ সমস্ত তালগাছের চারা রোপন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপনের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেমস স্বপন মল্লিক বাবু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক, বল্লভপুর মিশন হাসপাতালের পরিচালক বিনিময় বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাল গাছ রোপন উপলক্ষে নির্বাহী অফিসার বলেন, বজ্রপাত থেকে সুরক্ষার লক্ষ্যে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচি আওতায় মুজিবনগর উপজেলা ব্যাপি ২ হাজার তালের চারা রোপন করা হবে।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য জেমস স্বপন মল্লিক বাবু বলেন, বল্লভপুর আনন্দবাস সড়কের এই স্থানটি তালসারি নামে পরিচিত। এখানে আগে সারি সারি তালের গাছ ছিল কিন্তু কালের পরিক্রমায় সেগুলো বিনষ্ট হয়ে গেছে সেই দিনগুলি স্মরণ করে আমি এই তালের চারা রোপন করে আবার ঐতিহ্যবাহী সেই তালসারির নামটি ফিরিয়ে আনার চেষ্টা করছি আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন।