মুজিবনগরে অভিযান চালিয়ে ২২ লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি পার্পেল স্টারলিং ও ম্যাকাও পাখিসহ ২ জনকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার ও মুজিবনগর থানা পুলিশ ।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে মুজিবনগর উপজেলাধীন মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কের গোপালনগর যাত্রী ছাউনীর পাশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে এসআই ঈস্রাফিল এর নেতৃত্বে সঙ্গীয় মুজিবনগর থানার একটি চৌকস দলের উপস্থিতিতে মূল্যবান পার্পেল স্টারলিং ও ম্যাকাও নামক দুই জাতের বিদেশি পাখি ও ইজিবাইক সহ মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বারেক আলীর ছেলে বাশারুল শেখ (৩৫) এবং একই গ্রামের মৃত নূর হকের ছেলে হাবিবুর রহমান (২৮) কে আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যার পর মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক কৃত এক জনকে এক মাসের কারাদণ্ড ও অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল পাখি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা বন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মুজিবনগর থানা পুলিশ আটককৃত পাখিগুলো বনবিভাগের হাতে বুঝিয়ে দিয়েছে। উপজেলা বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পাখিগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।