মুজিবনগরে নদ, নদী,খাল বিল,পুকুর থেকে বিলুপ্তপ্রায় দেশজ মাছ – কৈ, শিং, মাগুর, গুলসা, পাবদা, টেংরা ইত্যাদি মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে উপজেলার মৎস্য চাষী ও খামারীদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
গত সোমবার থেকে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এবং মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে ৪ দিন ব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে সনদ বিতরণ করেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।
গত ৪ দিন উপজেলার মৎস্য চাষী ও খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের ইউ ডি এফ নুরুল ইসলাম, মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) নাজমুস সাকিব,ক্ষেত্র সহকারী আহসান হাবিব। ৪ দিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন মৎস্য চাষী ও খামারি অংশগ্রহণ করেন।