“আসুন আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি: শিশুশ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্য মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।
গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুরের প্রধান শিক্ষক এস এম আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসী মোকাদ্দেস হোসেন, গুডনেইবারর্স এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন অনুষ্ঠানে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন গুডনেইবারর্স শিশু পরিষদের সভাপতি রোকেয়া খাতুন।
অনুষ্ঠানের আগে মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর শিক্ষার্থীদের মাঝে “নৈতিক মূল্যবোধের অবক্ষয় পরিবেশের বর্তমান অবস্থার জন্য দায়ী” এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল দুটি থেকে পক্ষে ও বিপক্ষে তিন জন করে শিক্ষর্থী অংশগ্রহন করে।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থান কারী মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।