“সুস্থ শুরু, আশাব্যঞ্জক ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন করেছে গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি।
সোমবার সকাল ১১টায় গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপির বল্লভপুর অফিস প্রাঙ্গণে স্বাস্থ্য সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, হেলথ অ্যান্ড হাইজিন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অফিস প্রাঙ্গন থেকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা সড়ক প্রদক্ষিণ শেষে আবারো অফিস প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপির ম্যানেজার বিপুল রেমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিডিসি সভাপতি জহিরুল ইসলাম, গুড নেইবারসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ-এর উপজেলা ম্যানেজার সোহেল আহমেদ, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন-এর ম্যানেজার জন অমৃত মন্ডল (লিটন) এবং হেলথ অফিসার আহসানুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “প্রতিটি শিশুর সুস্থ জীবন শুরু মানেই ভবিষ্যৎ জাতির সুস্থতা। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলা সম্ভব।”
তারা আরও বলেন, “আমরা স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, “এই দিবস আমাদের মনে করিয়ে দেয়—স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, যা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
গুড নেইবারস বাংলাদেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে জানানো হয়, সংস্থাটি স্থানীয় জনগণের মাঝে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও সুরক্ষা নিয়ে নিয়মিত কাজ করছে, যা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে হেলথ অ্যান্ড হাইজিন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।