মুজিবনগরে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রধান শেষে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী বার্ধক্য জনিত কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গৌরীনগর গ্রামে মৃত আজিজুল ইসলাম এর ছেলে এবং ২ সন্তানের জনক।
আজ বুধবার সকাল দশটার সময় গৌরীনগর কবরস্থানে তাবে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় সম্মানসূচক জাতীয় পতাকা দ্বারা মৃতদেহকে আচ্ছাদিত করা হয়। পরে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল। এ সময় উপস্হিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আহসান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ওনারারি ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ আরো অনেকে।
পরে মেহেরপুর জেলা পুলিশের এই চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী কে গার্ড অনার প্রদান করে।
পরে তার নামাজের জানাজা শেষে গৌরিনগর কবরস্হানে দাফন করা হয়।