কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্যের হাত ও মুখের অংশ ভাঙচুর করায় দেশের সকল স্থানে ভাষ্কর্য নিরাপত্তা জোরদার করেছে সরকার।
আর সেই আলোকে মুজিবনগরে ভাষ্কর্যের অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে ভাষ্কর্যের চারপাশে লাল ফিতা টানিয়ে বেরিকেড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে মুজিবনগর থানা পুলিশের নিজ উদ্যোগে অফিসার ইনচার্জ আব্দুল হাশেমের নেতৃত্বে এ বেরিকেড দেয়া হয়।
এ সময় মুজিবনগর থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার এস আই মোমিনুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অফিসার ইনচাজ আব্দুল হাশেম বলেন, সরকারের নির্দেশে সারা দেশের ন্যায় আমরাও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভাস্কর্য নিরাপত্তা জোরদার করেছি। ভাস্কর্য পাহারায় পুলিশ সদস্যের পাশাপাশি মুজিবনগর আনসার ব্যাটালিয়ন সদস্যরা কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছে।
তারপরেও কিছু কিছু দর্শনার্থীরা ভাস্কর্যের বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে।
তাই পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় অধিকতর নিরাপত্তার স্বার্থে লাল ফিতা দিয়ে বেরিকেড দেয়া হয়েছে।
যাতে করে কোন দর্শনার্থীরা এই বেরিকেড উপেক্ষা করে ভিতরে প্রবেশ না করতে পারে।