বাংলাদেশ সহ সারা দেশে যেখানে করোনা আতংকে জর্জরিত। সরকারের পক্ষ থেকে বার বার করে জনসমাগম করতে নিষেধ করা হচ্ছে। সেখানে মাইকিং করে স্বল্প দামে কাপড় বিক্রি করার ঘোষনা দিয়ে দোকানের ভিতর জনসমাগম করে ব্যাবসা করায় মাষ্টার বস্ত্রবিতানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে কেদারগন্জ বাজারে মাষ্টার বস্ত্রবিতানের মালিক ফয়েজ উদ্দীনের কাছে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্মমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি।
তিনি জানান, এক সাথে কয়েকজন জনগম সমাগম করলে সেখান থেকে করোনা নামের এ ভাইরাসটি মানুষের ভিতর ছরিয়ে যাবার আশংখা রয়েছে।সে ক্ষেত্রে সকল জনগনকে কয়েকজন সদস্য মিলে এক জায়গায় সমাগম করতে বার বার নিষেধ করা হয়েছে।
আর সেই আদেশ অমান্য করে মাষ্টার বস্ত্রবিতান মাইকিং করে কম মূল্যে পোশাখ বিক্রির ঘোষনা দিয়ে দোকানের ভিতর একসাথে প্রায় শত জন মহিলাদের একজায়গায় করে পোশাখ বিক্রি করছে। সকালে একবার নিষেধ করে আসার পরও তার কাজ অব্যাহত রাখে।
গোপন সূত্রে এমন ঘটনা যানতে পেরে সেখানে যেয়ে মোবাইল কোর্ট বসানো হয়।
পরে জনসমাগম কমিয়ে আনতে তার কাছ থেকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এবং পরবর্তিতে যদি কেউ করোনা আতংক থাকা প্রযন্ত এরকম লোকসমাগম করে ব্যাবসা করে তাহলে আরও কঠিন ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।