“দয়াময়ী মাতা মারিয়া” এই মূলসুর সামনে রেখে মুজিবনগর উপজেলার বল্লভপুর ক্যাথলিক চার্চ এর উদ্যোগে মা-মারীয়ার বার্ষিক পর্ব -২০২১ উদযাপিত হয়েছে।
বার্ষিক পর্ব উপলক্ষে বল্লভপুর ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আসনগ্রহণ, শুভেচ্ছা জ্ঞাপন,মা-মারীয়াকে শোভাযাত্রা সহকারে মঞ্চে স্থাপন, মোমবাতি প্রজ্জলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, ধুপ আরতি, প্রার্থনার মধ্য দিয়ে মা-মারীয়ার বার্ষিক পর্ব পালন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
শুক্রবার সকাল সকাল থেকে মা-মারীয়ার বার্ষিক পর্ব উদযাপনের প্রধান কার্যক্রম শুরু হয়। খুলনা ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার যাকব এস বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বল্লভপুর খ্রিস্টান পল্লীর ক্যাথলিক ভক্তগনের আহ্বান সংকীর্তন, জপমালা প্রার্থনা, বাণী পাঠ ও উপদেশ, ধন্যবাদ সংকীর্তন প্রার্থনা এবং মহা খৃষ্টজাগ এর মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠানে সমাপ্তি হয়।
মা-মারীয়ার বার্ষিক পর্ব উদযাপন অনুষ্ঠানে ভবরপাড়া ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার বাবলু বৈরাগী, সহকারে ফাদার ভিন্সেন্ট মন্ডল, ফাদার রিপন সরদার, কার্পাসডাঙ্গা প্যারিসের পালক পুরোহিত লাভলু সরকার, বল্লভপুর ইম্মানুয়েল চার্চের পুরোহিত রেভারেন্ড উজ্জ্বল বিশ্বাস, সকল মানুষের সুখ সমৃদ্ধি,রোগ মুক্তি, কল্যানের জন্য সকল খৃষ্টভক্তকে নিয়ে প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বল্লভপুর ক্যাথলিক চার্চের ডিনারী সম্পাদক রিন্টু সরকার, ইম্মানুয়েল চার্চের সম্পাদক মিস্টার সলোমন মন্ডল, এসডি চার্চ এর পালক রিপন বৈরাগী, ক্যাথলিক চার্চের স্থানীয় মন্ডলী সমীর বিশ্বাস, সম্পাদক লিটন মল্লিক ও কমিটির সকল সদস্যবৃন্দ সহ বল্লভপুর ভবেরপাড়া রতনপুর সহ মুজিবনগর উপজেলার ক্যাথলিক চার্চের খৃষ্ট ভক্তগণ।