মোবাইল ফোন কিনে না দেওয়ায় আয়েশা আক্তার রিতু (১৫) নামের এসএসসি পরীক্ষার্থী গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
আয়েশা আক্তার রিতু মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকার রাজমিস্ত্রি রিপন মন্ডলের মেয়ে ও স্থানীয় দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
আজ শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে টিনের ঘরে নিজ কক্ষের আড়ার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে মুজিবনগর থানা পুলিশের একটি ইউনিট তার মরদেহ উদ্ধার করে। তবে, কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দারিয়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বর মাসুদ রানা মানিক রিতুর মা কবিতা খাতুনের উদ্ধৃতি দিয়ে জানান, মায়েশা আক্তার রিতু বেশ কিছুদিন যাবৎ একটি মোবাইল ফোন নেওয়ার জন্য পিতা মাতার কাছে চাপ দিয়ে আসছিলো। এই সময়ে পিতা মাতার হাতে টাকা পয়সা নেই। এছাড়া এসএসসি পরীক্ষার পরে তাকে মোবাইল ফোন কিনে দেবেন বলে জানিয়েছিলেন পিতা মাতা। মোবাইল ফোন কিনে না দিলে আত্মহত্যা করবে বলেও আজ সকালের দিকে বাবা মাকে হুমকী দিয়েছিল রিতু। বাবা ঘরে না থাকার সুযোগে রিতু নিজ কক্ষের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মেহেদী জানান, কোনে অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পিতা মাতার নিকট দেওয়া হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।