মুজিবনগর উপজেলার রতনপুরে আর্থিক সচ্ছলতা আনতে মহিলাদের মাঝে চার্চ অব বাংলাদেশ কর্তৃক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, রতনপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্প সভাপতি রেফারেন্স লরেন্স মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক, স্থানীয় পুরোহিত রেভা: কর্নেলিয়াস মন্ডল, প্রকল্প ব্যবস্থাপক জেমস প্রবীর সরকার, প্রকল্প কমিটির সদস্য অসিত মল্লিক এবং মাধবী মন্ডল।
অনুষ্ঠানে মহিলাদের আয়বর্ধক হিসাবে প্রতিষ্ঠিত করতে ১৫ জনকে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এসব সেলাই মেশিন প্রদান করা হয়।