মুজিবনগরে লক ডাউন কার্যকর করতে মাঠে রয়েছে মুজিবনগর থানা পুলিশের একটি টীম। বৃহস্প্রতিবার লকডাউন ঘোষনার ২য় দিন সকাল থেকে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার প্রাঙ্গনে অবস্থান করতে দেখা যায় । এসময় পথচারীসহ বিভিন্ন ব্যাবসায়ীদের লকডাউন মেনে চলার পরামর্শ দেন। মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার সহ আসপাশের হাটবাজারেও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিভিন্ন ভাবে প্রচারাভিযান চালায় পুলিশ। লকডাউনের ১ম দিনের মত ২য় দিনেও সকাল থেকেই কেদারগন্জ বাজারের নিত্যপ্রয়োজীয় জিনিসের দোকান,ফার্মেসী ব্যতিত বন্ধ ছিল অন্য সকল দোকান পাঠ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম বলেন,জীবন থাকলেই জীবিকা। করোনার মহামারিতে আপনি ও আপনার পরিবার আক্রান্ত হলে পরিবারের কি হবে তা বিবেচনা করে চলাফেরা করবেন। আপনি সুরক্ষিত থেকে আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন ।
লকডাউনের বিষয়ে তিনি বলেন,শুধুমাত্র কেদারগন্জ বাজারেই নয় লকডাউনের কার্যকারিতা নিয়ে গ্রামাঞ্চলেও ছুটছে পুলিশ।
সকল ধরনের যানবাহন বদ্ধ লক্ষ্য করা গেছে।
আগামী দিনগুলি লকডাউনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।
এ সময় শুধু পুলিশই নয় লকডাউনের কার্যকারিতায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।