মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বরে অনুষ্ঠিত শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইনে সিডিপি ম্যানেজার সূব্রত টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।
গুডনেইবারর্স শিশু পরিষদের সভাপতি রোকেয়া খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডনেইবারর্স এর সিনিয়র কর্মকর্তা এস এম রিফাত আল মাহমুদ, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন।
শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পদক্ষেপসমূহের উপরে অতিথিরা বিস্তারিত আলোচনা করেন। শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইনে উপজেলা ৭০ জন শিশু এবং ৩০ জন মা অংশগ্রহণ করে।