মুজিবনগরে বেসরকারি এনজিও আদ্ দ্বীন এনজিওর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় মুজিবনগর আদ্ দ্বীন অফিস কার্যালয়ে লেপ বিতরণের আয়োজন করা হয়।
আদ্ দ্বীন এনজিও এর ম্যানেজার শাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লেপ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীন,বাজার কমিটির সাধারন সম্পাদক হেকমত আলী সহ আদ্ দ্বীন এনজিওর সকল কর্মী সংগঠন বৃন্দ্র। এসময় ১০ জন শীতার্তদের মাঝে লেপ বিতরন করা হয়।
– মুজিবনগর প্রতিনিধি