মেহেরপুরের মুজিবনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের দিন ব্যাপি আয়োজনে, আজ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানা ইনচার্য (ওসি) মেহেদি রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা,সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা: তৌফিকুর রহমান, উপজেলা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা ফেরদৌসী আরা, উপজেলা পল্লী বিদ্যুত সাব জোনাল অফিসের এজিএম মুহাইমিনুন ইসলাম, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক, উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডার এর সভাপতি হাসানুজ্জামান লাল্টু।
এ সময় সুশিল সমাজ,বিশিষ্ট ব্যাক্তিবর্গ,সরকারী বেসরকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।শ্রদ্ধাঞ্জলী শেষে জাতির জনকের পরিবারের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের দিন ব্যাপি আয়োজনের মধ্য বাদ জোহর মসজিদে মসজিদে কোরান খতম ও দোয়া মাহফিল অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, উপজেলা যুব উন্নয়ন কর্তৃক গাছের চারা বিতরণ।