মুজিবনগর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে সমবায় অধিদপ্তরের দিনব্যাপী মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের পর্যটন মটেলের অডিটোরিয়ামে মুজিবনগর উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর বাস্তবায়নে দিনব্যাপী মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মহাবুবুল হক মন্টু এর সভাপতিত্বে, দিনব্যাপী মাসিক যৌথসভা ও ই প্রশিক্ষণ অনুষ্ঠানে, আমন্ত্রিত অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার খাইরুল ইসলাম, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুরুজ্জামান, মুজিবনগর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শাহিনুজ্জামান, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারি সাঈদ আনোয়ার।
মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণে উপজেলার ১৬ টি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ১২০ জন সমবায়ী অংশগ্রহন করেন।
মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়।