মুজিবনগর উপজেলার সরস্বতী খালের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিস কার্যালয় মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে এসব অবৈধ বাঁধ অপসারণ করে।
সরস্বতী খালে কিছু অসাধু ব্যক্তি পলিথিন এবং নেট জাল দিয়ে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ শিকার করে আসছিল। পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এবং অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার করা অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে সরস্বতী খালের আটটি বাঁধ অপসারণ করা হয় এবং বাঁধ দেওয়া পলিথিন ও নেট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম এবং মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী। এস আই বিপ্লব কুমারের নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের সার্বিক সহযোগিতা করেন।