মুজিবনগরে জমি নাই ঘর নাই বাঁশ তলায় বসবাস করা বৃদ্ধ মা ও তার প্রতিবন্ধী ছেলের করুন কাহীনি মেহেরপুর প্রতিদিন পত্রিকায় তুলে ধরার পর নিজ উদ্যেগে সেই বৃদ্ধ মাকে শাড়ি কিনে দিয়েছেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার।
সোমবার সকালে তিনি নিজে যেয়ে বৃদ্ধ মাকে সেই শাড়ি পরিয়ে দিয়ে আসেন। আর এই মানবতা দেখে বৃদ্ধ মা হালিমা খাতুন আনন্দে আপ্লুপ্ত হয়ে উঠেন।
তিনি বলেন আমাকে এভাবে কেউ সহযোগীতা করবে সেটা কখনো ভাবতেই পারিনি। এ সময় তিনি তথ্য আপার জন্য দোয়া কামনা করেন।
তথ্য আপা তানিয়া খন্দকার জানান, মেহেরপুর প্রতিদিন পত্রিকায় অসহায় ব্যক্তিটির গল্প পড়ার পর নিজের কাছে খুব খারাপ লাগছিলো। কতই না কষ্টে বসবাস করছে তারা। পরে আমি চিন্তা করলাম তাকে দেখতে যাবো। আর মনে হলে তাকে যদি ছোট কিছু দিয়েও সহযোগীতা করতে পারতাম তাহলে হয়তো কিছুটা উপকৃত করতে পারবো।আর সেই লক্ষে সোমবার সকালে তার জন্য একটি শাড়ি কিনে বৃদ্ধ মার হাতে তুলে দিয়ে আসি।
মেপ্র/ইএম