স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ৫ টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আজ সোমবার (৩০ মে) দুপুরের দিকে অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া বাকী যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা নেই তাদের লাইসেন্স নবায়নের সময় বেধে দেওয়া হয়েছে।
লাইসেন্স না থাকায় মুজিবনগর উপজেলার জারা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক এন্ড ল্যাব, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মুজিবনগর স্টার ক্লিনিক ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, এবং হাজী ক্লিনিক এন্ড ডায়াগানস্টিক সেন্টার লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মকর্তা ও থানা পুলিশের একটি টীম।
মেহেরপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, মেহেরপুর জেলায় মোট ৩৩ টি ক্লিনিকে মধ্যে ২৮ টির লাইসেন্স রয়েছে। এছাড়া ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৬১ টি। এদের মধ্যে লাইসেন্স রয়েছে ৪৭ টির। প্রথম দিনে উপজেলার ডায়াগনস্টিক ও ক্লিনিকের তালিকা নিয়ে অভিযান শুরু করা হলেও বন্ধ করা হয়েছে ৫টি।
মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, ‘অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার যতদিন না বন্ধ করা সম্ভব হচ্ছে, ততদিন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।